র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার এক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বাবু নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ১টি কালো রংয়ের কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তি, যার দৈর্ঘ্য ২১ ইঞ্চি, প্রস্থ ৯.৫ ইঞ্চি এবং ওজন ১১.৪৫০ কেজি, ২টি সাদা রংয়ের গোলাকৃতি পাথর, যার ১টির দৈর্ঘ্য ও প্রস্থ ১.৫ ইঞ্চি, একটির ওজন ১১০ গ্রাম এবং অপরটির দৈর্ঘ্য ও প্রস্থ ০.৮ ইঞ্চি, ওজন ২৫ গ্রাম এবং ২টি মাঝাড়ি মূর্তিসহ ছোট ছোট কয়েকটি মূর্তি করা হয়। কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-১ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মো. বাবু ঠাকুরগাঁও জেলার সদর উজেলার জগন্নাথপুর ইউপি’র চন্ডিপুর গ্রামের মো. জামাল বাদশার ছেলে। বর্তমানে পঞ্চগড় এলাকার চোরাকারবারি সিন্ডিকেটের অন্যতম সদস্য। মাহমুদ বশির আহমেদ জানান, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার ভুল্লী ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্ন্তগত মাদারগঞ্জ মধ্যপাড়া সাকিনস্থ আব্দুল করিম, পিতা-মৃত সোবহান শেখ এর উত্তর দূয়ারী টিনের তৈরি শয়ন কক্ষে বিষ্ণু মূর্তি লুকানো আছে এবং আসামি সেই মূর্তি বেচাকেনা করবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সেখানে অভিযান পরিচালনা করে ঘরের মধ্যে হতে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় একটি কালো রংয়ের কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তি, এছাড়া আরো ২টি সাদা রংয়ের গোলাকৃতি পাথর, ওই কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।