ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশের ১৮ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেয় কৃষক

প্রতিমন্ত্রী রিমি
দেশের ১৮ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেয় কৃষক

কৃষিকাজকে খাটো বা ছোট করে দেখার বিষয় নয়। কৃষক গরিব নয়, দেশের ১৮ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেয় কৃষক। বিশ্বের উন্নত দেশ যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডা সকল দেশে কৃষকের মূল্য সবচেয়ে বেশি। যে কোনো কাজে কৃষকদের প্রাধান্য দেয়া হয়। তাই আজ তারা খাদ্যে স্বয়ংসম্পন্ন আমাদেরকেও কৃষির প্রতি গুরুত্ব দিতে হবে তবেই দেশে এগিয়ে যাবে। দেশ হয়ে উঠবে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স¥ার্ট বাংলাদেশ গাজীপুরের কাপাসিয়ায় গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একে এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমদেরে পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হেসেন খান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জাম আসাদ ও নারী ভাইস চেয়ারম্যান রওশনআরা সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা। এ সময় উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় ৫০০ জন কৃষককে বিনামুল্যে আউশ ধানের বীজ ও প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উপজেলার করিহাতা ইউনিয়নে প্রায় কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন এবং উপজেলা ব্যাপী প্রায় তিন হাজার মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত