পিরোজপুরে কাউখালীতে আইন-শৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে কোন প্রকার আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি থাকতে হবে। ঈদকে কেন্দ্র করে মাদক, অবৈধ গাড়ি চলাচল এবং বাজার দর নিয়ন্ত্রণ করা হবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির বলেন, কাউখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। ঈদুল ফিতর উপলক্ষ্যে আমাদের বিশেষ মোবাইলটিম সার্বক্ষণিক বিভিন্ন স্থানে টহল দিবে।