ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হলেন শ্যামল

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হলেন শ্যামল

লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। তিনি ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শ্যামল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন। গত বুধবার বিকালে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: লুৎফুল কবীর সরকার তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের তপসিল মোতাবেক ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনের ৬টি কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মো: আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে ২৮২টি ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীকে ২৭৩টি ভোট পান। চেয়ারম্যান প্রার্থী মো: আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে ৯টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতীকে মো: মমতাজ আলী ৫৮টি, চশমা প্রতীকে মো: আশরাফ হোসেন বাদল ৭টি, আনারস প্রতীকে মো: নজরুল হক পাটোয়ারী ভোলা ০ (শূন্য)টি ভোট পেয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পরপরই আবু বক্কর সিদ্দিকের সমর্থকরা আনন্দ-উল্লাস প্রকাশ করে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় গত ২৭ নভেম্বর লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অ্যাভোকেট মতিয়ার রহমান। তার পদটি শূন্য ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। পরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লবকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এরপর গত ২৭ জানুয়ারি উপনির্বাচনের তপসিল ঘোষণা করে জেলা নির্বাচন কার্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত