ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মরিচের গুঁড়ায় রং মেশানোয় জরিমানা

মরিচের গুঁড়ায় রং মেশানোয় জরিমানা

ভোলায় মরিচের গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মেশানোয় দুই কারখানা মালিকের দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে শহরের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

অভিযানে শহরের খালপাড় এলাকার মেসার্স আবির মোল্লা মসলা মিলের দেড় লাখ ও একই এলাকার মেসার্স মুহিব এন্টারপ্রাইজের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালপাড় এলাকার ওই মিল দুটিতে অভিযান পরিচালনা করি।

এসময় মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর দায়ে তাদের ভোক্তা অধিকার আইনে দুই লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত