ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মলম পার্টির খপ্পরে সর্বস্ব হারাল যুবক

মলম পার্টির খপ্পরে সর্বস্ব হারাল যুবক

ঢাকা-থেকে এমভি বোগদাদিয়া লঞ্চযোগে চাঁদপুরে আসার পথে মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে সর্বস্ব হারাল আবু বকর নামে শরীয়তপুরের এক যুবক। গতকাল সকালে শহরের বড় স্টেশন মোলহেড থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ভুক্তভোগী আবু বক্কর শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন জয়নাল মোল্লার ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় পথচারীরা বড় স্টেশনের ইলিশের ভাস্কর্যের সামনে ওই যুবককে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে জানান। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অচেতন যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রথমে যুবকের পরিচয় জানা না গেলেও পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। আবু বক্করের ভাই হযরত আলী বলেন, ঢাকা থেকে বোগদাদিয়া লঞ্চযোগে চাঁদপুরে আসার পথে মলম পার্টির খবর পড়ে অচেতন হন আবু বক্কর। পরে তার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও জামা-কাপড়ের ব্যাগ নিয়ে পালিয়ে যান মলম পার্টির সদস্যরা। এ ঘটনায় জড়িতদের আটকের দাবি জানাই। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। মলম পার্টির সদস্যদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত