ঈদসামগ্রী পেয়ে খুশি আশ্রয়ণ প্রকল্পের নিবাসীরা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পাওয়া ৩ শতাধিক অসহায় ও দরিদ্র নিবাসীকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম নিবাসীদের হাতে ঈদের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। গত শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার আহসান উল্লাহ নগর (চতর) আশ্রয়ণ প্রকল্পের ২০০ জন অসহায় ও দরিদ্র নিবাসীর মধ্যে প্রথমে ঈদ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গাজীপুর জেলা প্রশাসন এবং এসএমই কর্পোরেশন লি. যৌথভাবে ঈদকে সামনে রেখে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এ উদ্যোগ গ্রহণ করে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাউর চাউল ২ কেজি, ১ লিটার সয়াবিন তেল, চিনি ১ কেজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ ও দুই ধরনের দুই প্যাকেট সেমাই। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোঃ ছড়া, এসএমই কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ড. হাসান ইমাম প্রমুখ। এ সময় জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঘরে যান, তাদের খোঁজখবর নেন। নিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন এবং তাদের সম্যসা দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নিবাসীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আপনাদের বিষয়ে সব সময় সজাগ আছেন। তিনি আপনাদের ঘর দিয়েছেন। আপনাদের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব সময় সরকার আপনাদের পাশে আছে, থাকবে। এ সময় তিনি নিবাসীদের সামর্থ্য অনুযায়ী ঘরের আঙ্গিনায় সবজি চাষ, সক্ষম যারা, তাদের কাজে যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।