চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এ কারণে সেখানকার মাছ মরে ভেসে ওঠছে। গতকাল সকাল পর্যন্ত মৃত মাছের সঙ্গে জীবিত মাছও নদীর উপরিভাগে ভেসে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে প্রাথমিক তদন্ত ও পর্যবেক্ষণের পর মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, অক্সিজেন সংকটের কারণে এ ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের কাছে প্রায় এক কিলোমিটার নদীতে মাছ ভাসতে দেখা যায়। মাছ ভেসে ওঠার খবরে স্থানীয়রা মাছ ধরতে শুরু করেন। গভীর রাত থেকে নদীতে মাছ ধরেন শত শত মানুষ। খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা ঘটনাস্থলে যেয়ে নদীর পানি পরীক্ষা করেন। চুয়াডাঙ্গা জেলার মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান, তীব্র তাপমাত্রার কারণে ভোর থেকে মাথাভাঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এসব মরা মাছের সঙ্গে জীবিত মাছও ভাসতে দেখা যায়। আমরা সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকার নদীর পানিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করি। এ সময় আমরা দেখতে পাই যে নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ কম। তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তীব্র তাপমাত্রা এবং পানিতে অক্সিজেন স্বল্পতার কারণেই মূলত মাছগুলো মারা যাচ্ছে। এছাড়া নদীর পানিতে প্রচুর জীবাণু ও তলদেশে ময়লা-আবর্জনা রয়েছে। এটা মাছের জন্য ক্ষতিকর।