এক জালে উঠল ২২০ মণ ইলিশ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় এক জালে ধরা পড়েছে ২২০ মণ ইলিশ। গতকাল আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করেন সূর্য মাঝি। এর আগে মাছগুলো গত শনিবার মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন সূর্য মাঝি। পরে খান ফিসে নিলামের মাধ্যমে মাছ বিক্রি শুরু করেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ মাছ বিক্রি শেষ হয়। বছরের সবচেয়ে বেশি মাছ পাওয়া এ ট্রলারটি বাশখালীর হাজী আহম্মদ শফী কোম্পানির মালিকানাধীন। সূর্য মাঝি জানান, বঙ্গোপসাগরে মৌডুবি এলাকা থেকে পূর্ব-দক্ষিণ ৪০ কিলোমিটার গভীরে জাল ফেলতেই অসংখ্য মাছ আটকা পরে। অতিরিক্ত মাছ আটকা পড়ায় আমরা পুরোপুরি নিয়ে আসতে পারিনি। তবে যে পরিমাণ মাছ অন্য ট্রলারকে দিয়ে আসছি সেখানে প্রায় ৫ হাজার পিচ মাছ রয়েছে। আমরা তীরে যা নিয়ে আসছি সেগুলো থেকে বরফ সংকটে প্রায় ২০ মণ পচে গেছে। খান ফিসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান জানান, বাশখালীর এ ট্রলারটি আমার আড়তে মাছ বিক্রি করে।