ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি

আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি

যশোরের অভয়নগর উপজেলার চাষিদের মধ্যে উফশী আউশ চাষের প্রণোদনার সার ও বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ৮৮ যশোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক বাবুল উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাষিদের হাতে সার ও বীজ তুলে দিয়ে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২০০ কৃষককে ৭ লাখ ৪৪ হাজার টাকার বীজ ও সার প্রণোদনা দেয়া হয়। উপজেলায় ১ হাজার ২০০ বিঘার জন্য ১ হাজার ২০০ চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। উপজেলায় চলমান আউশ চাষ মৌসুমে এ বছর ৭০৫ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি মাজেদ মুন্সীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হক বাবুল বলেন, উফশী আউশ চাষের জমি এবং ধান উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রণোদনা পেয়ে চাষিরা আউশ চাষে আরো উৎসাহিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত