বগুড়ার শেরপুরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা করা হলো ব্যতিক্রমী ব্যানারে। ঝলমলে ডিজিটাল ব্যানারের পরিবর্তে এবার পাটের চটের ব্যানার তৈরি করা হয়। যেখানে রং তুলির আঁচড়ে আঁকা বাঘের মুখাবয়ব। এছাড়া আঁকা হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্য হাতপাখা, বাউল গানের অনুষঙ্গ একতারা, গ্রামীণ হস্তশিল্প কুলা। ব্যতিক্রমী ব্যানার ছাড়াও, ঘোড়ার গাড়ি, রিকশা, লাঙল-জোয়াল কাঁধে নিয়ে আনন্দ যাত্রায় শরিক হন একজন কৃষক। কর্কশিট দিয়ে তৈরি হাতি-ঘোড়া-পেঁচার মুখমণ্ডল প্রদর্শনীও নতুন মাত্রা যোগ করেছে বৈশাখের ওই আনন্দ শোভাযাত্রায়। এমন ব্যতিক্রমী ব্যানার তৈরি সম্পর্কে জানতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী বলেন, এই ব্যানারের মাধ্যমে পাট ও পাটজাত পণ্য উৎপাদন ও প্রসার, পাট চাষে উদ্বুদ্ধকরণ এবং সংস্কৃতি উপস্থাপনে আমরা চেষ্টা করেছি। শুধু প্লাস্টিকের তৈরি পণ্যের ক্ষতির দিকটির কথা ভেবেই নয়, দেশজ পাটের তৈরি পণ্যের ব্যবহার ও সোনালি আশের সেই সুদিনের কথাগুলো মানুষের মনে জাগাতেই এই ব্যতিক্রমী ব্যানার তৈরির ব্যবস্থা করেছি। উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মজিবর রহমান মজনু। অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন কলেজ, মাদ্রাসা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।