যশোরের কেশবপুরে বোরো ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজিৎ দাস নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৭টায় উপজেলার বায়সা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বায়সা গ্রামের মৃত জীবন কৃষ্ণ দাসের ছেলে রনজিৎ দাস সকালে বায়সা গ্রামের ইউসুফ মোড়লের ছেলে আতিয়ার রহমানের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান। জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘণ্টা দেড়েক পর খবর পেয়ে পরিবারের লোকজন তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেচ মোটরটি ওই এলাকার শামসুর রহমানের নামে হলেও পল্লী বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে দীর্ঘদিন ধরে তা আতিয়ার রহমান নামে এক ব্যক্তি ব্যবহার করে আসছে। রনজিৎ দাসের মৃত্যুর পরপরই শামসুর রহমান ও আতিয়ার রহমান কোথায় গেছেন, কেউ বলতে পারছেন না।