হিলিবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। জানা গেছে, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ উপলক্ষ্যে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত মোট ছয় দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সারাদেশেই সরকারি ছুটি ছিল। তবে এ সময়ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।