ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

নাটোর পৌরসভার ভিতরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সিহাব হোসেন শিশির নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাসু নামে একজনের হাতের আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল দুপুরে নাটোর পৌরসভার ভিতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর আলম হিরো ও মো. হাসুকে আটক করেছে পুলিশ। নিহত শিহাব হোসেন শিশির নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে। এবং আহত মো. হাসু কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মল্লিকহাটি এলাকায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে মোস্তাফিজুর আলম হিরো ও মো. হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসু নামে অপরজনের হাতের আঙুল কেটে দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত