কৃষকের ৬০০ পটোল গাছ উপড়ে দিল দুর্বৃত্তরা

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে রাতের আঁধারে ৩৫ শতক জমির পটোল গাছ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলামের খেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাথায় হাত পড়ছে কৃষক রফিকুল ইসলামের। কেননা এই জমিটুকু চাষাবাদ করেই সংসার চলে তার। কৃষক রফিকুল ইসলামের ছেলে রিপন ইসলাম জানান, গত সোমবার সকালে খেতে গিয়ে দেখতে পান পটোলের সব গাছ মরে যাচ্ছে। পরে তিনি দেখতে পারেন মাচাংয়ের নিচে প্রতিটি পটোল গাছের গোড়া কেউ শত্রুতাবশত উপড়ে দিয়েছে। এই ৩৫ শতাংশ জমির প্রায় ৫০০-৬০০ পটোল গাছের সবগুলো উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষক রফিকুল ইসলাম বলেন, অন্যের জমি চুক্তি নিয়ে চাষাবাদ করে পরিবার নিয়ে দিন পার করি। চুক্তি নেওয়া প্রায় ৩৫ শতাংশ জমিতে এ মৌসুমে অনেক আশা নিয়ে পটোল লাগিয়েছিলাম। পুরো মাচায় গাছে ভালো ফুল ও ফল আসা শুরু হয়েছে। দুয়েকদিনে বাজারজাত করা যেত কিন্তু সেটা আর হলো না। এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম মুঠোফোনে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।