ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে ফসলি জমিতে অবৈধ ড্রেজারের দাপট

কৃষিজমি রক্ষায় মানববন্ধন
তিতাসে ফসলি জমিতে অবৈধ ড্রেজারের দাপট

কুমিল্লার তিতাসে ফসলী জমিতে অবৈধ ড্রেজারের দাপটে বিলীন হচ্ছে কৃষি জমি। নির্দিষ্ট একটি জমি কিনে তাতে কূপের মতো গর্ত করে বালু উত্তোলন করে ড্রেজার সিন্ডিকেট। ফলে আশপাশের কৃষকদের জমি বিলীন হয়ে যায় গর্তে। এসব ভূমিখেকো ড্রেজার বন্ধের দাবি তুলে গত সোমবার বিকাল ৫টায় উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর বদুরবাগ এলাকায় মানববন্ধন করেছে মাছিমপুর, মঙ্গলকান্দি, চাঁনপুর ও জগতপুর দশানীপাড়া সাধারণ জনগণ। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ১৫টি স্থানে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কৃষি জমি থেকে বালু উত্তোলন করছে ড্রেজার ব্যবসায়ী সিন্ডিকেট। ভুক্তভোগী কেউ যদি উক্ত বালু উত্তোলন নিয়ে কোনো লিখিত আবেদন বা ফেসবুকে সমালোচনা করেন তখন নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করে দেন। কিন্তু থেমে থাকে না ড্রেজার মালিকরা। তারা স্থান পরিবর্তন করে পুনরায় আবার ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করে। এভাবে কৃষি জমির পর কৃষি জমি বিলিন হচ্ছে। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশ্ববর্তী জমির মালিকরা। এসব ড্রেজারের মাধ্যমে শুধু কৃষি জমি বিলীন হচ্ছে না, সরকারি খাস জায়গা, খাল-নালা ভরাট করে অবৈধ দখলের নজিরও রয়েছে। স্থানীয় লোকজন এসব নিয়ে প্রতিবাদ করলে রাজনীতির নেতাদের নাম জুড়ে দিয়ে ভয়াভীতি দেখান। প্রায়ই শোনা যায়, অমুক ড্রেজার তমুক নেতার। তাই অনেকে প্রতিবাদ না করে তাদের অত্যাচার সহ্য করে যায়। অবৈধ ড্রেজার বন্ধ করে কৃষিজমি রক্ষার দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাছিমপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন বুলবুল, মোয়াজ্জেম সরকার ও জগতপুর ইউপি সদস্য মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন জগতপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, ইউপি সদস্য মো. শান্তি মিয়া, বিশিষ্ট ব্যক্তি জয়নাল আবেদীন সরকার, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, আমরা কোনো লিখিত অভিযোগ বা খবর পেলে তা তাৎক্ষণিক বন্ধ করে দিচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত