প্রথম ধাপে সারা দেশে ১৫২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার মোট ১৩টি উপজেলার তিনটি উপজেলা রয়েছে।
উপজেলাগুলো হচ্ছে, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা। এ তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান মিলিয়ে মোট ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৯ জন, ভাইস-চেয়ারম্যান ১৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন রয়েছেন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, নাজমুল আলম, বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মো. আওলাদ হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার।
ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আব্দুল জলিল, মো. জোবায়ের আলাম রাজিব, মোহাম্মদ জসিম উদ্দিন, শাহজাহান কবীর, মোহাম্মদ হাফিজ উদ্দিন, মো. আশরাফুল আরিফ, মোখলেছুর রহমান মিতুল, মো. নজরুল ইসলাম, রিফাত উদ্দিন আহমেদ বচ্চন, খালেদ সাইফুল্লাহ সাফাত। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, তাছলিমা সুইটি তাহমিনা আক্তার নাজমা।