ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশের বিভিন্ন স্থানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দেশের বিভিন্ন স্থানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার প্রদান, কুচকাওয়াজ প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোলায়মান হোসেন প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মণ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পবিত্রকুমার, অধ্যক্ষ আফজাল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মৎস্য অফিসার এমদাদুল হক।

নীলফামারী : নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যে দিনটি উদযাপিত করেছে। সকালে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলি ভুট্টো, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম।

রাঙামাটি : সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত মহিলা এমপি জ্বরতী তংচঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মধুখালী (ফরিদপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মুক্তযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন করিব, মহিলা কলেজের অধ্যক্ষ আলোক কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস প্রমুখ।

হাজীগঞ্জ (চাদঁপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। সভায় বক্তব্য দেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর সরকারের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাবাব ফারহান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুকমল কর্মকার ও সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শরীয়তপুর : সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুদ্দিন গিয়াস, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, নির্বাহী প্রকৌশলী পিডব্লিউডি মো. মহিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী এলজিইডি এসএম রাফেউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ শেখ নাবিল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইবনে ওয়াজিদ ইসলাম ইমনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বগুড়া : বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ঐতিহাসিক মুজিবনবগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।

কচুয়া (বাগেরহাট) : সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়।

ঘোড়াঘাট (দিনাজপুর) : সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভালুকা (ময়মনসিংহ) : সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানসহ অন্যান্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত