২১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনীর মডেল থানার অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনিরুল আলম মিনারকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে ফেনী শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনীস্থ র্যাব-৭-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মিনার ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার দিদারুল আলমের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে মাস্টার পাড়ায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মিনারকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনী মডেল থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০০২ সাল থেকে পলাতক ছিলেন। অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ১৭ বছরের সাজা ও ১০ হাজার টাকার দণ্ড এড়াতে মিনার দেশের বিভিন্ন স্থানে গিয়ে নিজের নাম ঠিকানা পরিবর্তন করে পালিয়ে ছিলেন।
গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে গতকাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি মিনারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।