ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মধুখালীতে দুলাভাইকে হত্যা মামলার দুই আসামি আটক

মধুখালীতে দুলাভাইকে হত্যা মামলার দুই আসামি আটক

ফরিদপুর মধুখালীতে শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগমকে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত দুই আসামিকে মধুখালী থানায় সোপর্দ করার পর গতকাল ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত দুইজন ওই হত্যা মামলার ৫ ও ৬নং আসামি। পুলিশ এর আগে ৭নং আসামিকে আটক করে আদালতে প্রেরণ করে।

ফরিদপুরের মধুখালীতে শালিকার সাথে পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে নিজাম উদ্দিন শেখ নামে এক জামাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত ২২ মার্চ সকালে মধুখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত নিজাম উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মৃত মানিক শেখের পুত্র। এ বিষয়ে নিহত নিজামের ভাই আজিমুদ্দিন বাদী হয়ে ২২ মার্চ মধুখালী থানায় একটি হত্যা মামলা করে।

উল্লেখ্য, শালিকার সাথে পরকিয়ার জেরে গত ২১ মার্চ শ্বশুর বাড়ীর লোকজন নিজামের বাড়িতে এসে নিজামের উপর ক্ষিপ্ত হয়ে তার শয়ন কক্ষের দরজা আটকে নিজামকে বেধরক মারপিট শুরু করে। এর ফলে নিজামের ডান হাত ও দুই পায়ে গুরুতর জখম এবং মাথার মাঝামাঝি গুরুতর রক্তাক্ত জখম হয়। তারা নিজামের চোখে চুন দেয়। আহত অবস্থায় নিজামকে তার বড় ভাই নাজিম উদ্দিন এবং ছোট ভাই আজিমুদ্দিন ভ্যান যোগে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে জরুরি ডিউটিতে নিয়োজিত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেলের রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পথে গত ২১ মার্চ ভোরে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছলে নিজাম মারা যান। নিজামের লাশ পরবর্তীতে মধুখালীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। নিহত নিজামের শ্বশুরবাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত