বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

বৈশাখি ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে পৃষ্ট সানজিদা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনার পর সানজিদার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির শরীয়তপুরের জেনারেল ম্যানেজার ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতের কালবৈশাখি ঝড়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি গ্রামে বিদ্যুতের তার ছিরে পরে যায়। সকাল সাড়ে ১০টার দিকে এই গ্রামের মনির খানের শিশুকন্যা সানজিদা তার ফুপাতো বোন সাহারার সঙ্গে বাড়ির পাশের পরিত্যক্ত একটি ভিটায় খেলতে যাওয়ার সময় ছিঁড়ে যাওয়া ওই বিদ্যুতের তাড়ে জড়িয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃতুর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো আলতাপ হোসেন বলেন, ছিঁড়ে যাওয়া তারে স্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে শুনে দুই সদস্যেও একটি তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছি। যদি বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।