মধুখালীতে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের যাচাই-বাছাইয়ে ফরিদপুরের মধুখালী উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তার স্ত্রীর নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। তিনি মধুখালীর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ ছাড়া অপর চার চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। তারা হলেন চেয়ারম্যান পদে আবু সাঈদ মিয়া, মির্জা আহসানুজ্জামান আজাউল, মাহমুদা বেগম, মোহাম্মদ মুরাদুজ্জামান। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মহসিন বিশ্বাস, মোহাম্মদ শাহিদুল ইসলাম, মো: আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা আক্তার ও শুক্লা ভৌমিক। গত বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন অফিসার তারেক আহমেদ। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। তার পরিবারের সদস্যের নামে ঠিকাদার প্রতিষ্ঠান থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। জানা যায়, তার স্ত্রী ‘শহিদুল কনস্ট্রাকশন’ নামে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে। যার নিয়ন্ত্রণ করেন শহিদুল ইসলাম নিজেই। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, মধুখালীর মো. শহিদুল ইসলামের স্ত্রীর নামে ঠিকাদার প্রতিষ্ঠান থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তাদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ আছে।