ঝালকাঠির রাজাপুরে একটি মাইক্রোবাসে ওয়েলডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়।
এতে গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে যায়।
গতকাল সকাল ১১টার দিকে উপজেলার বাঁশতলা পাম্পের সামনে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসের মালিক সুমন খান বলেন, গাড়ি মেরামত করতে গিয়ে ওয়েলডিং করার সময় তেলের লাইনে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, গাড়িটি মেরামতের সময় আগুন লেগে যায়। পরে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।