ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যশোরে শ্রমজীবীদের মধ্যে স্যালাইন ও পানি বিতরণ

যশোরে শ্রমজীবীদের মধ্যে স্যালাইন ও পানি বিতরণ

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন’র উদ্যোগে যশোর শহরের অটোরিকশা, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল যশোর শহরের জজকোর্ট মোড়, মুজিব সড়কে এসব বিতরণ করা হয়।

জীবিকা নির্বাহে ব্যস্ত যশোর শহরের অটোরিকশা, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের জীবন তীব্র গরমে ওষ্ঠাগত। তাদের কষ্ট লাঘবে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠান্ডা পানি বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, সদস্য ইনজামামুল হক রিমু, মানজুরুল ইসলাম, শিহাব হাসান, আশিকুজ্জামান, আরাফাত হাসান, রুহুল আমিন, ফরহাদ ইসলাম, বায়জিদ হাসান ও রত্ন রাজ রায়।

ঠান্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে ইজিবাইক ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারও ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে ছোট ছেলেরা পানি ও স্যালাইন দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। ঐক্যবন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, যশোরে তীব্র তাপমাত্রা হওয়া আমরা ঐক্যবন্ধনের সদস্যদের নিয়ে চেষ্টা করছি পথচারী ও রিকশাচালকদের এক বোতল করে মিনারেল ওয়াটার ও এক প্যাকেট করে খাবার স্যালাইন দিতে। আগামীতে গ্রামের কৃষক ও দিনমজুরদের মাঝে ও বিতরণ করা অব্যাহত থাকবে। এ গরমে স্বাস্থ্য সচেতন না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত