বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাইন উদ্দিন মাস্টার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অন্য শ্রমিকদের সঙ্গে বসুরহাট পৌর এলাকার বাহারের নতুন বাড়িতে বালু ভরাটের কাজ করছিলেন মাইন উদ্দিন। রাত ৮টার দিকে কাজ করার সময় বৈদ্যুতিক বাতির সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরহাজারী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সাল ইবনে জুয়েল জানান, সে দিনমজুর ছিল, যেখানে যে কাজ পায়, সেখানেই সেই কাজ করত। ওই বাড়িতে বালু ভরাটের কাজ করার সময় বাতির সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।