ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাগেরহাটে রেকর্ড তাপমাত্রা

জনজীবনে অস্থিরতা

জনজীবনে অস্থিরতা

বাগেরহাটে প্রচণ্ড দাবদাহে জনজীবন স্মীমিত হয়ে পড়েছে। গত দুইদিনে জেলায় তাপমাত্রা বেড়েই চলেছে। অতীব প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে মানুষের চলাচল কম দেখা যাচ্ছে। কল-কারখানাগুলোতে শ্রমিকের অভাবে অনেকের কাজ থেমে আছে। হাসপাতালগুলোতে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছে।

মোংলা আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ হারুন অর রশিদ জানিয়েছেন গতকাল শনিবার দুপুর বারোটা থেকে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা ওঠা শুরু করেছে। দুপুর তিনটা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ২৮ শতাংশ।

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার বেশি করে পানি পান করার অনুরোধ জানিয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

গত তিন দিনে জেলা সদর হাসপাতালে ডায়রিয়া, জ্বরে ১২৩ জন শিশু ও বৃদ্ধ ভর্তি হয়েছে। তাপমাত্রা বাড়ায় খুলনা-বরিশাল মহাসড়কের বাগেরহাটের দশানী ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পিচ গলতে দেখা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত