ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর ৫৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর ৫৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফরিদপুরের মধুখালীতে গতকাল শনিবার (২০ এপ্রিল) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর ৫৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। গতকাল এই দিনে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদের সাথে সম্মুখ সমরে তিনি সাবেক পাবর্ত্য চট্রগ্রাম বর্তমান রাংগামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাট নামক স্থানে শহীদ হন। ৫৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর ও গ্রন্থগারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কামারখালী ইউনিয়ন সুধিজনের আয়োজনে আলোচসা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ‘র বোন জোহরা বেগম এর সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী রাকিবুল ইসলাম ইরানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আওয়ামীলীগ নেতা আরমান হোসেন বাবু, মনিরুজ্জামান চৌধুরি টার্গেট, শিক্ষক আ: সামাদ মোল্যা ও মাওলানা আমিন উদ্দিন জিহাদী প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পিতা মুন্সী মেহেদী হাসান মাতা মকিদুননেছার একমাত্র পুত্র সন্তান মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের ১লা মে বর্তমান মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগর (সালামাতপুর) গ্রামে জন্ম গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত