সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছে। এ সময় সহকর্মীরা বাঘের সাথে যুদ্ধ করে ওই মৌয়ালের মরদেহ উদ্ধার করে বাড়িতে ফেরত এনেছেন বলে জানা গেছে। গত শনিবার সকালে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে নেন তার সহকর্মীরা। নিহত মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু একই গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে তিন দিন আগে বৈধ পাস নিয়ে সুন্দরবনের মালঞ্চ নদীর ফুলখালী খালে গহিন বনে মৌয়াল মনিরুজ্জামানসহ তার কয়েকজন সহকর্মীরা মধু আহরণ করতে থাকে। এ সময় তারা একটা বাঘ দেখতে পান। ওই বাঘটি মনিরুজ্জামান ওপর আক্রমণ করে ও তাকে মুখে করে গহিন বনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সহকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বাঘের মুখ থেকে মনিরুজ্জামানকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান।