ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে সড়কের পাশেই ইটভাটার মাটির স্তূপ

ধামরাইয়ে সড়কের পাশেই ইটভাটার মাটির স্তূপ

ঢাকার ধামরাই উপজেলাজুড়ে রয়েছে নামে-বেনামে অসংখ্য ইটের ভাটা। সেই ইটের ভাটার এক মাত্র কাঁচামাল মাটি, সিজন শেষে ভাটা মালিকরা শুরু করেছে মাটি সংগ্রহের প্রতিযোগিতা, বিভিন্ন এলাকায় অঞ্চলিক পাকা সড়ক ঘেঁষে রয়েছে অনেক ইটভাটা। এই সব ইটভাটার মালিকরা সরকারি আইন অমান্য করে যান চলাচল বিঘ্ন ঘটিয়ে পাকা সড়কের উপরেই মাটির স্তূপ তৈরি করছে। এতে বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। সরজমিন ঘুরে দেখা যায়, ফসলি জমি থেকে মাটি কেটে এনে যেমন জমির শ্রেণি পরিবর্তন করছে তদরুপ সড়কের পাশে মাটির স্তূপ করে সৃষ্টি করছে জনদুর্ভোগ। দেখা যায় শ্রীরামপুর টু সুয়াপুর, কাওয়ালীপাড়া টু বালিয়া, কালামপুর টু কাওয়ালীপাড়া, শরিফবাগ টু ভাড়ারিয়া, ভালুম থেকে বান্নাখোলা বাজার, সুতিপাড়া থেকে নান্নার এসব আঞ্চলিক সড়কে ইটভাটার মাটির ট্রাকের কারণে যান চলাচল বিঘ্ন ঘটছে। শ্রীরামপুর-সুয়াপুর সড়কের বেশ কিছু জায়গায় সড়কের পাশেই দেখা যায় মাটির স্তূপ। এ সড়কের ভাটারখোলায় গড়ে উঠা এমজেএ ব্রিকস্ নামের ইটভাটার জন্য মাটির স্তূপ করে রাখা হচ্ছে। সড়কেই ট্রাক দাঁড় করিয়ে মাটি আনলোড করার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহন ভোগান্তির শিকার হচ্ছে। এ মাটির স্তূপের কারণে এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদেরও পরতে হচ্ছে দুর্ভোগে। প্রায়ই স্তূপ থেকে মাটি নিচের সড়কের ওপর এসে পড়ে ধুলায় পরিণত হচ্ছে। সামান্ন বৃষ্টিতে এ ধুলা কাদায় পরিণত হয়। এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সিএনজি, অটোরিকশা চালকরা জানান, বৃষ্টি না হলে তেমন সমস্যা হয় না, শুধু ধুলা আর বৃষ্টি হলে ধুলার রাস্তা কাদার রাস্তায় পরিণত হয়। আমরা সব সময় আতঙ্কে থাকি, যাত্রীরাও আতঙ্কে থাকে কখন দুর্ঘটনা ঘটে। পথচারীরা বলেন, সড়কের পাশে ইটভাটার মাটি রাখা ছোট-বড় মাটির দলা ও ঝুরঝুরে মাটি এসে পড়ে পাকা সড়কের ওপর। শুকনো মৌসুমে সড়কটির ওপর চলাফেরা করা গেলেও বৃষ্টির সময় কাদায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া হেঁটে চলতেও অনেক সমস্যা হয়। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গেলে তারা আগামী ৩ দিনের মধ্যে সরিয়ে নেবে মর্মে মুচলেকা সম্পাদন করেন। না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত