শার্শায় ছয়টি স্বর্ণের বারসহ যুবক আটক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ চয়ন হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। গত রোববার রাতে সীমান্তের গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক চয়ন হোসেন উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, গোগা সীমান্ত দিয়ে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে- এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান সীমান্তের দিকে যাচ্ছিল। ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।

তিনি জানান, প্রথমে তার শরীরে তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, তার জুতার ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো রয়েছে। পরে জুতার ভেতর থেকে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম এবং বাজারমূল্য ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা।