তীব্র তাপদাহের কারণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। দেশে তীব্র তাপদাহের কারণে সরকার এরই মধ্যে দেশের স্কুল ও কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতেও চলছে একই নিয়ম। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিলেও আপাতত হাবিপ্রবি কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নিবে না। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার বলেন, দিনাজপুরে এখনও তাপদাহ সহনীয় পর্যায়ে রয়েছে। আর সেকারণে কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়নি। স্বশরীরে হাজির হয়ে শিক্ষার্থীদের ক্লাসে আসতে হবে। তবে যদি তাপমাত্রা তীব্র আকার ধারণ করে তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নেবেন। তবে শিক্ষার্থীরা জানান, তীব্র গরমে বাসে যাতায়াত করে নিয়মিত ক্লাসে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। যানজট ও অসহ্য গরমের কারণে শিক্ষার্থীরা মনে করেন যে, অনলাইনে ক্লাস নিলে ভালো হতো। তবে শিক্ষার্থীদের আরেক অংশ জানান, পড়াশোনা করার জন্যই তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে এসেছেন। অনেক বিভাগের রয়েছে সেশন জোট। আর এখন তীব্র গরম পড়েনি। সেজন্যই কর্তৃপক্ষের অনলাইনে ক্লাস না নেয়ার সিদ্ধান্তকে তারা ইতিবাচক মনে করেন। এছাড়া অনলাইন ক্লাসে পড়াশোনা মনোনিবেশ ও পড়া বুঝা কঠিন হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, অনলাইন বা অফলাইন যে মাধ্যমেই হোক না কেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অর্থাৎ পড়াশোনায় অসুবিধা সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। শিক্ষা জীবনের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ সব সময় ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবে।