ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজন নিহত

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি রায়পুর মালিখিল এলাকায় গত সোমবার রাত ৯টায় রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস চাপায় তিতাসের দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা, তার মেয়ে একই ইউনিয়নের দড়িকান্দি গ্রামের সৌদি প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী শাহিনুর আক্তার এবং শাহিনুরের দুই মেয়ে সায়মা আক্তার এবং রাইসা আক্তার। পুলিশ জানায়, রাত ৯টায় রায়পুর মালিখিল বাসস্টেশনের দক্ষিণ পাশ থেকে উত্তরপাশে যাচ্ছিলেন পথচারীরা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান শাহিনুর আক্তার। গুরুতর আহত অবস্থায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দিলবার নেছা এবং সায়মা আক্তার মারা যায়। অপর শিশু রাইসা আক্তারকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে শহিদনগর এলাকায় সে মারা যায়। নিহত শাহিনুরের শ্বশুর মো. রশিদ মোল্লা জানান, আমার ছোট ছেলে সফিকের বউ তার মাসহ নাতনিদের ডাক্তার দেখাতে সকালে কুমিল্লা যায়। আসার পথে তারা এই দুর্ঘটনার শিকার হয়। এদিকে, গতকাল সকাল ৮টায় দিলবার নেছা এবং বেলা ১১টায় শাহিনুর আক্তার, সায়মা আক্তার ও রাইসা আক্তারের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত