নওগাঁয় মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

গ্রীষ্মের প্রচণ্ড গরমে পথিক যখন ক্লান্তপ্রায় তখন লাল আভার চাহনিতে প্রশান্তির ছায়া যেন বিমোহিত প্রাণজুড়ে কৃষ্ণচূড়ার ফুলে। দূর থেকে দেখলে মনে হবে যেন সবুজের বুকে লালের আভায় ছেয়ে গেছে চারিদিকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রীষ্মকালীন গাছের মধ্যে অন্যতম হলো কৃষ্ণচূড়ার গাছ। কৃষ্ণচূড়া তার লাল রঙ্গা ফুলের জন্য বেশ আকর্ষণীয়। কৃষ্ণচূড়ার ফুল তার সৌন্দর্যের বার্তা জানান দেয় যখন প্রকৃতি প্রখর উত্তাপ ছড়ায়। আপন মহিমায় নিজেকে মেলে ধরে প্রকৃতিতে। তখন যে কারো মন-প্রাণ আর চোখে এনে দেয় মুগ্ধতা। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে দেখা মেলে কৃষ্ণচূড়ার গাছ। যেখানে ডালে ডালে লাল ফুল শোভা পাচ্ছে। ঝিরিঝিরি পাতার মাঝে বের হয়েছে ফুল। আর সেই ফুল মন কেড়ে নিচ্ছে পথচারী আর স্থানীয় প্রকৃতি প্রেমিদের। শষ্য-শ্যামলা আর সবুজে ঘেরা বাংলার রূপ, এই রূপকে আরও নতুন করে রূপ দিচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। বিভিন্ন যানবাহনের যাত্রীসহ পথচারীরা দাঁড়িয়ে উপভোগ করছেন কৃষ্ণচূড়ার ছড়িয়ে দেওয়া সৌন্দর্য। এছাড়াও পার-নওগাঁ, বক্তারপুর, চাকলা গ্রামসহ বিভিন্ন গ্রামে কৃষ্ণচূড়া গাছের দেখা মিলে। নওগাঁ শহরের মুক্তির মোড়ের বাসিন্দা আব্দুল মুমিন বলেন- চারিদিকে দাবদাহ চলছে। গরমে অশান্তি লাগলেও এরমধ্যে কিছু সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। তার মধ্যে কৃষ্ণচূড়ার ফুল। দূর থেকে সবুজের মধ্যে লাল দেখা যায় আবার কাছে আসলে লাল রঙের ছড়াছড়িতে আরো বেশি ভালো লাগে। রাস্তার চারিদিকে বেশি বেশি শোভা বর্ধন কৃষ্ণচূড়ার গাছ লাগালে আরো বেশি ভালো লাগবে।