বগুড়ার আদমদীঘিতে রাজু ডাকাত বাহিনীর প্রধান রাজু পালোয়ান অবশেষে ধরে পড়েছেন। আদমদীঘি থানা পুলিশ গত রোববার রাতে তাকে সান্তাহার মালগুদামের সামনে রাস্তার ওপর থেকে কয়েকটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, গত সোমবার দুপুরে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, ডাকাত সর্দার রাজু পালোয়ান বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সান্তাহার গ্রামের মোস্তাকিম পালোয়ানের ছেলে। রাজু ও তার দলের সদস্যরা ৩ এপ্রিল রাতে সান্তাহার-রানীরহাট সড়কে উপজেলার মালশন উঁচু ব্রিজের ওপর ডাকাতির প্রস্তুতি নেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালালে রাজু পালোয়ান পালিয়ে যান। পরে ধাওয়া করে তার দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার ওসি জানান, রাজু পালোয়ানের কাছে দুটি ধারালো ছুরি পাওয়া গেছে। রাজুর বিরুদ্ধে বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে অন্তত একডজন মামলা রয়েছে।