ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে ইসতিসকা নামাজ আদায়

ফেনীতে ইসতিসকা নামাজ আদায়

দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।

বৃষ্টি প্রার্থনায় ফেনীতে সালাতুল ইসতিসকা (বিশেষ নামাজ) আদায় করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে শহরের বিভিন্ন এলাকার শত শত মুসল্লি অংশ নেন। ওই নামাজের জামাতে ইমামতি করেছেন ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হান্নান।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট রহমত কামনা করে দোয়া করা হয়।

এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে।

গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সবাই সমবেত হয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত