ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টি চেয়ে ইসতেসকার নামাজ আদায়

বৃষ্টি চেয়ে ইসতেসকার নামাজ আদায়

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে রাঙামাটিতে ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় জানাযা মাঠে এই নামাজের আয়োজন করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। এ সময় শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নানা বয়সি মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। নামাজ আদায়ের আগে সুন্নাত অনুযায়ী সমবেত মুসল্লিরা একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহর কাছে তাদের ইচ্ছা-অনিচ্ছায় করা সকল গুনাহ থেকে তওবা করেন।

এ সময় অনেকে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন। পরে মোনাজাত করা হয়। রাঙামাটি সুন্নি ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা মো নঈম উদ্দীন বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (সা.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন তাকে সালাতুল ইসতেসকা বলে। ইসতেসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত