ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে শীতল পানি বিতরণ

নীলফামারীতে শীতল পানি বিতরণ

গোটা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে অস্বাভাবিক জনজীবন, তার প্রভাব পড়েছে নীলফামারীতেও, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দিনমজুর মানুষ রাস্তায় এসে রোদের তীব্রতায় পড়ছে বিপাকে। প্রকৃতির এই তাপপ্রবাহে কিছুটা শান্তি যোগাতে গত বৃহস্পতিবার নীলফামারী রেডক্রিসেন্টের আয়োজনে শহরের পৌর সুপার মার্কেটের আশপাশের এলাকায় শীতল খাবার পানির বোতল বিতরণ করেছে নীলফামারী জেলা রেডক্রিসেন্টের পরিচালক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার। এ সময় রাস্তায় চলাচলকারী খেটে খাওয়া দিনমজুর পথচারী, তীব্র গরমে সড়ক নিয়ন্ত্রণে কাজ করে যাওয়া ট্রাফিক পুলিশ, আটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, রিকশা ওয়ালার মাঝে ঘণ্টাব্যাপী এ পানি বিতরণ করেছে নীলফামারী রেডক্রিসেন্ট। এলাকার জনসাধারণ রেডক্রিসেন্টের এই উদ্যোগে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার জানান, রেডক্রিসেন্ট একটি মহৎ সেবার প্রতিষ্ঠান আমি এবং আমার জেলা ছাত্রলীগ সব সময় রাজনীতির পাশাপাশি জনসাধারণের সেবায় নিয়োজিত রাখি। আমাদের মাটি ও মানুষের নেতা আসাদুজামান নূর এমপির নির্দেশে আগামী দিনেও আমরা এ কাজ চালিয়ে যাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত