মোংলা মহাসড়কের রামপাল চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় তিন ভ্যান যাত্রী নিহত হয়েছে। ঘটনা স্থানে সাঈদ মোড়ল নামে একজন নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আহত ভ্যান চালক কুমলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মনির ও ঝনঝনিয়া গ্রামের একলাছ মোড়লের ছেলে আজাদকে উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়। গতকাল শনিবার সকাল ৮টার দিকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট গোয়োন্দা পুলিশের ওসি সৈয়দ বাবুল আক্তার জানান, গতকাল শনিবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের সময় খুলনা থেকে পণ্যবাহি ট্রাক দ্রুত গতিতে মোংলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত ভ্যান রামপালের দিকে আসছিল। কিছু বুঝে উঠার আগেই মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ভ্যান যাত্রী মো: সাঈদ মোড়ল নিহত হয়। এ সময় গুরুতর আহত ভ্যান চালক মনির হোসেন, অপর যাত্রী আজাদকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত তিনজনের বাড়ি রামপাল উপজলার বিভিন্ন এলাকায়।খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে চালক ও ট্রাককে পুলিশ হেফাজতে নেয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।