ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণায় আশ্রয়ণ প্রকল্পে হাঁসের বাচ্চা বিতরণ

নেত্রকোণায় আশ্রয়ণ প্রকল্পে হাঁসের বাচ্চা বিতরণ

নেত্রকোণার মদনে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারসমূহের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। প্রকল্পের উপকারভোগীদের আয় বর্ধক কাজে সংযুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী বিশেষ কর্মসূচির আওতায় এসব বাচ্চা বিতরণ করা হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রথম পর্যায়ে গত শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারসমূহকে আয়বর্ধক কাজে সহযোগিতার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তারই আলোকে এডিপি কর্মসূচির আওতায় প্রকল্পে বসবাসরত পরিবার ভিত্তিক উপজেলার ১০০ পরিবারের মাঝে প্রতিটিতে ৩০টি করে ৩০০০ হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, প্রথম পর্যায়ে মদন উপজেলার ১০০ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য গুচ্ছ গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের পরিবারসমূহের মাঝেও এই কর্মসূচি চালু করা হবে। জানা যায়, জেলায় প্রায় ১৫০টি গুচ্ছ গ্রাম রয়েছে। গৃহের সংখ্যা ৩ হাজার ৬৭২টি। আরো ২৭০টি গৃহ নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত