ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ুমিছিল

ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ুমিছিল

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ-দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতঙ্কে শত শত পরিবার ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। গতকাল শনিবার গাংচিল বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষসহ সর্বস্তুরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা জানান, তারা কয়েকযুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপ-দাদার ভিটেমাটিতে বসবাস করে আসছে। এরই মধ্যে স্থানীয় ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলন শত শত পরিবারের বসতভিটা দখলের পাঁয়তারা শুরু করে। তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলেমেয়েদের নামে বসতভিটিগুলো রেকর্ড করে ফেলেন। এখন তাদের সেসব ভিটেমাটি থেকে সরিয়ে দেয়ার পাঁয়তারা শুরু করছে। যে কোনো সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি-ধামকি দিচ্ছে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার হোসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে হস্তক্ষেপ কামনা করেন এবং ভূমিদস্যু জাল-জালিয়াতির প্রধানহোতা আক্তার হোসেন ও অপর্কমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। পরে বাজারের ঝাড়ু নিয়ে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত