ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টির আশায় ইসতেসকার নামাজ ও দোয়া

বৃষ্টির আশায় ইসতেসকার নামাজ ও দোয়া

প্রচণ্ড গরমে মানিকগঞ্জসহ সারা দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়েছে মানুষ, পশুপাখিসহ সমস্ত প্রাণিকুলের জীবন। টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ এবং রহমতের বৃষ্টির আশায় মানিকগঞ্জে ইসতেসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে এ নামাজ অনুষ্ঠিত হয়। কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ, মাওলানা, মুফতি রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার প্রমুখ। বিশেষ এ নামাজ ও দোয়া পরিচালনা করেন, প্রখ্যাত আলেমেদ্বীন, বাইচাইল মাদ্রাসার মুহতামিম, মাওলানা মুফতি মুহিবুল্লাহ।

নামাজ শেষে খুৎবা পাঠ করেন ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মুফতি রফিকুল ইসলাম। এরপরই রহমতের বৃষ্টি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত