কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সক্রিয়করণ সভা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটিরিয়ান অ্যাসিসট্যান্ট কার্যক্রমের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সক্রিয়করণ সভা গতকাল সকাল সাড়ে ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান এসএম মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় মূল আলোচনা উপস্থাপন করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। আরো বক্তব্য রাখেন ইউপি মেম্বর আলহাজ আবু হুরাইরা, এসএম শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, এসএম নাজমুচ্ছাদাত, শাহানারা, খাতুন, সেলিনা খাতুন, ইউপি সচিব অসিম কুমার, এসডিআরআর প্রকল্পের রিচার্ড পাপ্পু সাহা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউনুছ আলী, শওকত হোসেন প্রমুখ। সভায় জানানো হয় দুর্যোগের পূর্ব মুহুর্তে জনসাধারণের সচেতন করার অংশ হিসেবে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া, সাইক্লোনের চাবি খুলে দেওয়া, খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, নিরাপদ পানি ও খাবার প্রস্তুত রাখা, শিশুদের খাবার নিশ্চিত করা, দুর্যোগকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ করা, সাইক্লোন শেল্টার পরিষ্কার রাখাসহ টয়লেট পরিষ্কার রাখতে হবে।