মাধবপুরের ছাতিয়াইন শিমুলঘর সড়ক
খানাখন্দ আর গর্তে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন শিমুলঘর সড়কে স্থানে স্থানে কার্পেটিং উঠে গিয়ে এবং খানাখন্দ তৈরি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করা শতশত মানুষ চরম দুর্ভোগে পড়েছে। রাস্তা যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসী হতাশ। উপজেলার মাধবপুর উপজেলার, ঢাকা সিলেট মহাসড়কে রতনপুর বাসস্ট্যান্ড থেকে ছাতিয়াইন বাজার হয়ে শিমুলঘর মধ্য দিয়ে ফান্দাউক বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর, সরাইল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ পর্যন্ত শত শত যাত্রীবাহী সিএনজি অটো রিকশ রাস্তা দিয়ে চলাচল করে। ছাতিয়াইনবাজার থেকে শিমুলঘর পর্যন্ত সড়কের করুণ অবস্থা। স্থানে স্থানে ভাঙন কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে সড়কের স্থানে স্থানে। বছরের পর বছর ধরে রাস্তা এমন অবস্থা কিন্তু এগুলো সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় জন সাধারণের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমানে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রাস্তাটির ভঙঘুর দশা দেখে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ছাতিয়াইন শিমুলঘর সড়ক সংস্কার কাজ করবেন। ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন, ছাতিয়াইন শিমুলঘর সড়ক সংস্কারের প্রযোনীয়তা তুলে ধরে বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু এখন সংস্কারকাজ শুরু হয়নি। মাধবপুর এলজিইডি অফিস সূত্রে জানান, রাস্তাটি সংস্কারের জন্য একটি প্রস্তাবনা দেয়া হয়েছে।