ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সান্তাহারে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

সান্তাহারে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

আদমদীঘির সান্তাহারে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে লিটন ও সাহেবপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে আরমান হোসেন। গত শনিবার দিবাগত রাতে তাদের সান্তাহার টেলিফোন এক্সচেঞ্জ গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে সান্তাহার-নওগাঁ পাকা সড়কের সান্তাহার পৌরসভা এলাকায় টেলিফোন এক্সচেঞ্জ গেটের সামনে মাদক কেনাবেচা চলছে।

এমন সংবাদের ভিক্তিতে ফাঁড়ি পুলিশ ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৪৪ পিস ইয়াবা জব্দ করা হয়। পরদিন গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত