মাছে কেমিক্যাল মিশিয়ে বিক্রি করায় কারাদণ্ড

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে মাছে বিষাক্ত রং ও কেমিক্যাল মিশিয়ে বিক্রি করার অপরাধে মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার দক্ষিণ বাজার প্রতি শুক্র ও সোমবার সাপ্তাহিক বাজার বসে। বাজারের দিন বিভিন্ন দূর-দূরান্ত এলাকা পাথরঘাটা, আমতলী, পাড়েরহাট, বাগেরহাট, চিতলমারি, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ ব্যবসায়ীরা এই বাজারে মাছ বিক্রি করার জন্য আসেন। দূর-দুরান্ত থেকে মাছ বেশি আসে বলে বাজারের দিন লাখ লাখ টাকার মাছ বিক্রি হয়। এই সুযোগে কিছু অসাধু স্বার্থলোভী মাছ ব্যবসায়ীরা বিভিন্ন পচা নষ্ট সাদা মাছকে লোদাকৃতি কেমিক্যাল ও মানুষের শরীরের ক্ষতিকারক রং মিলিয়ে তাজা ভালো মাছ হিসেবে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা লুট করছেন। গতকাল হাটের দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজন মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ক্ষতিকারক রং ও কেমিক্যাল মিশিয়ে মাছ বিক্রি করার অপরাধে উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাছ বিক্রিতা মেহেদী হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় রং মিশ্রিত ২ মণ মাছ উদ্ধার করে বিনষ্ট করেন।