কালীগঞ্জে হিটস্ট্রোকে গৃহবধূর মৃত্যু

অসুস্থ মাদ্রাসাশিক্ষক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রচণ্ড দাবদাহের কবলে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত হালিমা খাতুন এর স্বামী মাহাবুবুর রহমান। তার বাড়ি নলতা ইউনিয়নের মাগরী গ্রামে। তিনি এক পুত্র সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা যায়, হালিমা খাতুন গত রোববার সন্ধায় সাতক্ষীরা থেকে বাড়ি ফিরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বাসার ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করার কিছুক্ষণ পরে স্ট্রোকে আক্রান্ত হয়ে রাত্র সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন।

গতকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে প্রচণ্ড গরমে গত রোববার দিবাগত রাতে একই ইউনিয়নের পাইকাড়া গ্রামের ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালে সাতক্ষীরাস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।