সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষজন বেশি সমস্যায় পড়েছেন। তাদের অসহনীয় দুর্ভোগের কথা চিন্তা করে শ্রীপুর পৌরসভার উদ্যাগে গতকাল দুপুরে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে প্রায় পাঁচ হাজার নিম্ন আয়ের মানুষের মধ্যে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সড়কে চলাচলকারী জনগণ ও পথচারীরা পানি ও স্যালাইন পেয়ে অত্যন্ত খুশি। এ ধরনের উদ্যোগের জন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আনিছুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, কাউন্সিলর আজগর আলী বিকম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংকাদিকগণ। পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান বলেন, প্রচন্ড তাপদাহে সড়কে দিনমজুর, রিকশাচালক ও শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষজন এই গরমের মধ্যে তারা আয় রোজগারের জন্য কাজ করতে হচ্ছে। আমরা তাদের সহযোগিতায় ঠান্ডা পানি, স্যালাইন নিয়ে পাশে দাঁড়িয়েছি। যতদিন পর্যন্ত এই দাপদাহ থাকবে শ্রীপুর পৌরসভার উদ্যোগে তত দিন পানি ও স্যালাইন দেয়া হবে।