ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মামাতো ভাইদের লাঠির আঘাতে শরিফুল ইসলাম বাটুল নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানদের জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। গত সোমবার বিকালে এ নিয়ে আবারো বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলো বাটুল। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।