ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে বীজ ও সার বিতরণ

দিনাজপুরে বীজ ও সার বিতরণ

পাট, উফসি আউশ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য দুই উপজেলার ১৮৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে ফুলবাড়ী ও খানসামা উপজেলায় পৃথক পৃথকভাবে কৃষি সম্প্রসারণ দফতরের উদ্যোগে বিনা মূল্যে পাট, আউস উফসি ও পেঁয়াজের বীজ সার দেয়া হয় ১৮৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে। খানসামা উপজেলায় ১২৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি সার ও সমপরিমাণ এমওপি সার দেয়া হয়।

ফুলবাড়ী উপজেলার ৫০০ জন উল্লেখিত পরিমাণ ধানের বীজ ও সার গ্রহণ করেন। ৮০ জনকে ১ কেজি করে পাটের বীজ দেয়া হয়। বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত