ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে মাছের ঘের দখলের চেষ্টা

থানায় অভিযোগ
কেশবপুরে মাছের ঘের দখলের চেষ্টা

যশোরের কেশবপুরে মাছের ঘের দখল প্রচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘের মালিক জাহাঙ্গীর আলম আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল বাসার মোড়ালের ছেলে মো. জাহাঙ্গীর আলম জমির মালিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে একটি মাছের ঘের চাষ করে আসছিলেন নুতন করে আবারো বাংলা ১৪৩৫ সাল পর্যন্ত মেয়াদে ঘেরটি গ্রহণ করেন। ঘেরের ভিতর বিভিন্ন প্রজাতির সাদা মাছ রয়েছে। ব্রহ্মকাঠি গ্রামের মৃত আবদুর রাজ্জাক খন্দকারের ছেলে ইনতাজ খন্দকার ওরফে নুনু, রামচন্দ্রপুর গ্রামের মৃত সদু সরদারের ছেলে আবুল সরদার ও একই গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে রাশেদুল ইসলামসহ কিছু যুবকদের নিয়ে মাছের ঘেরটি দখলে নেয়ার জন্য জাহাঙ্গীর আলমকে হুমকি দিয়ে আসছিল। গত রোববার সকালে তারা জোটবদ্ধ হয়ে রামচন্দ্রপুর ব্যাসডাঙ্গা মৌজার ৬৫ বিঘা জমির ঘেরটিতে অনধিকার প্রবেশ করে এবং টোংঘর নির্মাণ করতে থাকে। মাটি কাটা স্কেভেটর ঘেরের ভিতর নিয়ে আসে। দখল প্রচেষ্টাকালীন সময়ে তারা ঘের মালিককে তারা মারপিট করার জন্য উদ্ধত হয়। নিশ্চিত বিরোধে না জড়িয়ে জাহাঙ্গীর আলম কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল দুপুরে কেশবপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলম ঘেরের দখলের বিষয়ে আতঙ্কিত বোধ মনে করছেন বলে জানান। তিনি আরও বলেন, যে কোনও সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। এ ব্যাপারে আবদুর রাজ্জাক খন্দকারসহ তার সহযোগীরা ঘটনার বিষয় অস্বীকার করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত